1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

জীবিত মানুষকে মৃত বলে খবর প্রচার,বিপাকে পরিবার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
পরিচিত গনমাধ্যম

জীবিত মানুষকে মৃত বলে খবর ছড়িয়ে পরায় বিপাকে লা মেরিডিয়েন পরিবার। রাজধানীর গুলশান এলাকায় একটি ভবন থেকে গতকাল সোমবার এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর রটে যায়, সেই মরদেহটি পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের মালিক হাসান আহমাদের স্ত্রী তাসনুভা ইসলাম আশার। বেশ কিছু অনলাইন মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলে সেই খবর প্রচারিত হলে তা ভাইরাল হয়ে যায়। তবে পরে জানা যায়, মরদেহটি অন্য মানুষের। আশা বেঁচে আছেন।

ঘটনাটি ভাইরাল হতেই লা মেরিডিয়েনের প্রেসিডেন্ট হাসান আহমাদের কাছে ছুটে যান স্বজন-বন্ধুরা। খবর জানতে বাজতে থাকে তার পরিবারের সবার মোবাইল ফোনও। জীবিত মানুষের মৃত্যুর খবর সামলাতে হয় পুরো পরিবারকে। হোটেল কর্তৃপক্ষ ‘তাসনুমা ইসলাম আশা অ্যালাইভ অ্যান্ড অয়েল’ শীর্ষক ইংরেজিতে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশা জীবিত আছেন এবং ভালো আছেন। এই ধরনের ভুল সংবাদের কারণে হাসান আহমাদের পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সেই সাথে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বানও জানান হোটেল কর্তৃপক্ষ।

জীবিতকে মৃত বলে খবর প্রচার একটি পরিবারকে বিপর্যস্ত ও মানসিক ট্রমায় ফেলে দেয় বলে জানান বিশেষজ্ঞরা। এ ব্যাপারে গণমাধ্যমকে সংবাদ প্রচারের আগে তথ্যের ক্রসচেক করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে বলে মত দিয়েছেন তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews