কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন সহজ জয় দিয়ে শুরু করলো ব্রাজিল। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এদিকে আজ রাত ৩টায় চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। নিজের দেশকে চ্যাম্পিয়ন করতে সর্বস্ব উজাড় করে দেয়ার প্রত্যয় মেসির।
বিশ্বজুড়ে করোনার চোখ রাঙানি পাশ কাটিয়ে, আয়োজকদের দৃঢ়তায় নির্ধারিত সময়ই শুরু হলো কোপা আমেরিকা। আসরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের দুর্দান্ত ছন্দ কোপা আমেরিকাতেও ধরে রেখেছে তারা।
ব্রাজিলের কাজটা সহজ হয়েছে ভেনেজুয়েলার সেরা খেলোয়াড়দের বেশিরভাগই খেলতে না পারায়। করোনা আক্রান্ত হয়ে দলটির প্রথম পছন্দের ৭ জনই ছিটকে গেছে। গোলের উদ্দেশ্যে সেলেসাওদের ১৮ শটের বিপরীতে ভেনেজুয়েলার শট মাত্র ৩টি।
২৩ মিনিটে মার্কিনিয়োসের গোলে লিড নেয় ব্রাজিল। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষদিকে গ্যাব্রিয়েল বারবোসার গোলেও নেইমারের অ্যাসিস্ট। দেশের মাটিতে টানা ২১টি কোপা আমেরিকার ম্যাচে অপরাজিত রইলো ব্রাজিল। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
এদিকে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ স্কালোনির দল। স্কোয়াডে থাকলেও, মূল একাদশে থাকবেন না আগুয়েরো। ফরোয়ার্ডে মেসিকে সঙ্গ দিবে লাউতারো মার্তিনেজ। এবার আর্জেন্টিনার শিরোপা জয়ে বেশ আশাবাদী মেসি। দলগত পারফরম্যান্সে আস্থা রাখছেন ক্ষুদে যাদুকর।
আর্জেন্টিনা শুধু আমার উপর নির্ভর করে থাকে না। আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার চেষ্টা করি। নইলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আমি ক্লাবের হয়ে সবকিছু জিতেছি। কিন্তু জাতীয় দলে অনেক অর্জনের কাছে গিয়েও জিততে পারেনি। দেশের হয়ে কিছু জিততে পারলে দারুন হবে। যতদিন সামর্থ্য আছে আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে লড়ে যাবো। যতদিন কোচ বলবে আমায় প্রয়োজন।
আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড চিলির পক্ষে নেই। আলবিসেলেস্তের বিপক্ষে শেষ ৯ ম্যাচে জিততে পারেনি তারা। আর ব্রাজিলে অনুষ্ঠেয় শেষ ৫ কোপা আমেরিকার ৪টিতেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি চিলি। তবে দলটির সামর্থ্য আছে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর।
Leave a Reply