থানায় অথবা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
৪৯ ভুয়া মামলায় নাকাল আসামি এহসানুল আকরাম কাঞ্চনের করা রিটে এ আদেশ দেন হাইকোর্ট। একই সাথে সিআইডিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। আদেশে আদালত আরও বলেছেন, জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করেই থানা অথবা আদালতে মামলা নিলে এ ধরনের ভোগান্তি কমবে।
ভুক্তভোগী কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, মানবপাচার, এসিডসহ নানা অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ৪৯ মামলা করা হয়। এর মধ্যে ৩৬টি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন রয়েছে আরও ১৩টি। এসব মামলায় ৫ বছরের বেশি কারাভোগ করেছেন তিনি।
এ অবস্থায় ওই সব মামলা ‘মিথ্যা’ উল্লেখ করে মামলা দায়েরে সম্পৃক্ত বা বাদীকে খুঁজে বের করতে তদন্তের নির্দেশনা চেয়ে ৭ জুন হাইকোর্টে রিট করেন ৫৫ বছর বয়সী নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত আনোয়ার ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক একরামুল।
তার আইনজীবীর দেয়া তথ্যমতে, ঘটনার শুরু ২০১১ সালে। মারধরের অভিযোগে নারায়ণগঞ্জের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে ওই বছরের ১৭ নভেম্বর কারাগারে যান একরামুল। একে একে তার সামনে আসতে থাকে মামলা। পরোয়ানা সূত্রে ১৩টি জেলায় নিয়ে যাওয়া হয় তাকে।
এরপর একবার জামিনে বের হন, পরে আবার অন্য মামলায় গ্রেপ্তার দেখানো বা গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে তাঁকে আবার কারাগারে যেতে হয়। আবার কোনো মামলাসূত্রে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর মধ্যে মানব পাচারের অভিযোগে চাঁদপুরের এক মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান একরামুল। আর এভাবেই ৫ বছরের বেশি সময় কারাভোগ করেছেন তিনি।
Leave a Reply