কুষ্টিয়ায় সদর উপজেলায় প্রকাশ্যে স্বামী-স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রায়কে আটক করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টায় শহরের বিভাগীয় কাস্টম কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। এসময়, একটি মোটরসাইকেলে তাদের সামনে এসে এএসআই সৌমেন প্রথমে আছমা খাতুন ও তার স্বামী শাকিলকে গুলি করে। এসময় সাত বছর শিশু রবিন পালাতে গেলে তাকেও ধরে গুলি করে সৌমেন।
ঘটনার পরপরই আশপাশে থাকা লোকজন তাকে ঘিরে ফেললে, পাশের একটি ভবনে আশ্রয় নেয় সে। পরে এলাকাবাসী ভবনটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
এদিকে ঘটনাস্থলেই মারা যান শিশুটির মা। অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের ধারনা, পরকীয়া সম্পর্কের জেরে আছমা খাতুনের সাবেক স্বামী এএসআই সৌমেন এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
Leave a Reply