গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে বালিঘাটা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি জরুরি সভা শেষে বাড়ি ফিরছিলেন রুহুল আমিন। এসময় সিএনজিতে করে বটতলী বাজার হয়ে নিজ বাড়ী দেউলীর উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পরে বরিকান্দি এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁতপেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী পথিমধ্যে বাঁশ দিয়ে সিএনজির গতিরোধ করে সিএনজি থেকে টেনে হেঁচড়ে বের করে। এসময় সন্ত্রাসীদের কাছে থাকা ধারালো অস্ত্র চাপাতি দিয়ে মাথা, হাত ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে।
এসময় রুহুল আমীনের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আটি সেট্রাল হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রাতেই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply