1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

আগামীকাল মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

অমিত সূত্রধর, সাভার -আশুলিয়া প্রতিনিধিঃ

আগামীকাল ভিডিওকলে সাভার মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ চলছে। এর মধ্যে মসজিদের প্রায় সকল কাজ শেষ পর্যায়ে। দেশব্যাপী চমৎকার নির্মাণ শৈলী আর আধুনিক সব সুবিধা নিয়ে নির্মাণ হওয়া মসজিদগুলো এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়।

শুধু নামাজ আদায় নয়, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদ ব্যবহার করা মুসলিমদের ঐতিহ্য। যদিও আগের সে ঐতিহ্য এখন আর নেই। মসজিদগুলো এখন ব্যবহার হয় শুধু নামাজের জন্যই। হারিয়ে যাওয়া সে ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সাভারে ও মসজিদের কাজ শেষ পর্যায়ে।

সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা ওজু ও নামাজ আদায়ের সুবিধা থাকছে। চমৎকার র্নিমাণ শৈলী আর আধুনিক সব সুবিধা থাকায় খুশি মুসল্লিরা। থাকবে লাইব্রেরি ,গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ,হেফজ বিভাগ ,শিশু শিক্ষা ,অতিথিশালা ,বিদেশি পর্যটকদের আবাসন ,মৃতদেহ গোসলের ব্যবস্থা ,হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ ,ইমামদের প্রশিক্ষণ ,অটিজম কেন্দ্র ,গণশিক্ষা কেন্দ্র ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র । মডেল মসজিদগুলোতে নামাজ আদায়, ইসলামি সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

সারাদেশে সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৫০টি মসজিদ এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews