1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

গরিবের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ: ফখরুল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
ছবি সংগৃহীত

হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বাস্তবায়নে কাজ করলেও সাধারণ গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, সরকার শুধু ধনী ও উচ্চবিত্তদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। মির্জা ফখরুল আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বস্তিবাসীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

সোমবার মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় তিনশর বেশি ঘর। ক্ষতিগ্রস্ত এসব মানুষকে দেখতে গিয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বস্তিতে বাস করা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

কী কারণে আগুন লাগল, কেন লাগল, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এছাড়াও ছিন্নমূল বস্তিবাসীর জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা কী করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা নিতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

বস্তিবাসীর উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে আপনাদের এ এলাকার সাবেক মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আছেন। যদিও সরকারের নির্বাচন কমিশন তাদের হারিয়ে দিয়েছে। তারপরও জনগণের নির্বাচিত মেয়র তাবিথ। আমি আশা করি, দু-এক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সামান্য হলেও দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা করবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews