চীনে রেললাইন মেরামতের সময় ট্রেন দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ইয়াহু নিউজ জানায়, দেশটির স্থানীয় সময় শুক্রবার (৪ জুন) সকাল ৫টা ২৫ মিনিটে গাসসু প্রদেশের জিনচাং শহরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উরমুকি থেকে হাঙজুতে যাচ্ছিল। উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। ট্রেন লাইনে সংস্কার কাজের সময় কীভাবে একটি দ্রুতগামী ট্রেন সেখানে পৌছালো, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন ছুড়েছেন অনেকে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মর্মান্তিক এদুর্ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Leave a Reply