1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

নির্বাচনী প্রচারনায় গিয়ে সড়কে কিশোর নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণাকাজে বের হয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম হাসান সিকদার (১৫)। সে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেলোয়ার হাওলাদারের পক্ষে প্রচারণায় নামে হাসানসহ আরও তিনজন। সকালে তাঁরা একটি ভ্যানে কিছু ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে পাঁচ্চর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে দ্রুতগামী যাত্রীবাহী একটি লেগুনা সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হয় হাসানসহ ভ্যানে থাকা তিন জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আহত তিন জনের মধ্যে হাসানসহ দুজনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপালে প্ররণ করে চিকিৎসক। ফরিদপুরর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে হাসানের মৃত্যু হয়।
জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেলোয়ার হাওলাদার বলেন, ‘আমার বাড়ি থেকে হাসানসহ আরো কয়জন নির্বাচনের ব্যানার পোস্টার ও ফেস্টুন নিয়ে পাঁচ্চর বাজারের দিকে যায়। এ সময় লেগুনা গাড়ির সঙ্গে সংর্ঘষ হাসান নামের আমারই এক কর্মী নিহত হয়েছেন। আমি তার পরিবারটি পাশে থাকবো।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত দুজন চিকিৎসা নিচ্ছেন। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিলকারী কর্তৃপক্ষ মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত অফিসিয়ালি প্রচারণা জন্য তারিখ ঘোষণা করা হয়নি। এখন যদি কেউ প্রচারণা করে থাকে তবে সেটা অবৈধ। বিষয়টি রিটার্টিং অফিসারের ব্যবস্থা নিবে।
এ ব্যাপারে শিবচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুণ-অর রশীদ বলেন, ‘করোনার জন্য স্থগিত হওয়া নির্বাচনের গতকাল তারিখ দিয়েছি। ২১ জুন নির্বাচনের ভোট গ্রহণের অনুষ্ঠিত হবে। করোনার জন্য প্রচার-প্রচারণার ধরণ পরিবর্তন হবে। এ বিষয়ক কোন চিঠিপত্র আমরা এখনো পাইনি। পাঁচ্চর ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রচারকাজে গিয়ে যে মারা গেছে সে বিষয় কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা কমিশনের নিয়ন অনুযায়ী ব্যবস্থা নেব।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews