ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হিমেল (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । নিহত হিমেল পেশায় একজন ওয়েডিং মিস্ত্রি। তার ২ বছরের একটি সন্তান রয়েছে।
হিমেল দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জালাল উদ্দিনের বড় ছেলে।
বুধবার রাত আটটার দিকে কাওটাইল কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, আমিনুল ইসলাম সুমন(৪১),প্রবিন মাদবর(২১) ও শরীফ আহমেদ(৩৫)।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, গত বছর নিহত হিমেল মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিলে তাদের ভিতর শত্রুতা শুরু হয় । ওই শত্রুতার জের ধরে গতকাল রাত ৮ টার দিকে হিমেলকে একা পেয়ে কাওটাইল মেইন রোডে পলাশ মেম্বারের বাড়ীর সামনে জাহাঙ্গীরের লোকজন তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করে। খবর পেয়ে হিমেলকে গুরুতর আহত অবস্থায় তার পরিবার উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। দাবি এটা পরিকল্পিত হত্যা। এই হত্যা কান্ডের সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেছেন তারা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাতভর অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সারাসরি জড়িত তিন জনকে আটক করা হয়েছে। এবং এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply