স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জীতু জান ওরফে জীতেন্দ্র। গত রোববার (৩০ মে) গভীর রাতে জীতু জানকে গ্রেপ্তার করে ভারতের মুম্বাই পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, জীতু জানের বাড়ি থেকেই তার স্ত্রী কোমল আগরওয়ালের মরদেহ উদ্ধার করা হয়। বিয়ের পর থেকে তারা একসঙ্গেই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা দায়ের করে। পরে কোমলের মা ও বোনের অভিযোগের ভিত্তিতে জীতু জানের বিরুদ্ধে আত্মহত্যাপ্ররোচনা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, ইউটিউবার জীতু জানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩২৩, ৩০৬, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মৃত কোমল আগরওয়ালের মায়ের অভিযোগ, মাত্র কয়েকমাসের পরিচয়ের পর গত মার্চে বাড়ি থেকে পালিয়ে জীতু জানকে বিয়ে করেছিল তার মেয়ে। বিয়ের পর থেকেই বাড়ির কাজকর্ম করা নিয়ে কোমলের ওপর অত্যাচার চালাত জীতু। বিষয়টি কোমল নিজের মা ও বোনকে জানালে তাদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
সূত্র: জিনিউজ।
Leave a Reply