ঢাকার বংশাল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় র্যাবের পৃথক অভিযানে ১৩ জুয়াড়ি গ্রেফতার করেছে।
র্যাবের এক বিজ্ঞপ্তি জানায়, ২ জুন বুধবার রাত সোয়া বারোটায় সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন ৭৪/১, সিদ্দীক বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৩ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ রবিন (২৮), মোঃ নিজাম উদ্দিন (৪৫) ও মোঃ সোহেল (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৫২ (বায়ান্ন) পিস জুয়া খেলার কার্ড(তাস), ০৩ টি মোবাইল ফোন ও নগদ পনের হাজার একশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ১ জুন আনুমানিক রাত সাড়ে আটটার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোট ১০ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সুমন কবির ওরফে রঞ্জু (৫১), মোঃ হুমায়ুন (৫০), মোঃ মনির হোসেন (৪২), মোঃ শাহ আলম (৩২), মোঃ জীবন হাওলাদার (৩৩), মোঃ সালাম মাতবর (৪২), মোঃ আঃ রাজ্জাক (৪৫), মোঃ সবুজ বেপারী (৪৯),মোঃ আনোয়ার খান (৩৯) ও মোঃ জামাল মাল (৪৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড(তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply