1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ঢাকার কলাবাগান থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

ঢাকার কলাবাগান থেকে গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কাজী সাবিরা রহমান গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন। নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, যে বাসায় ওই চিকিৎসক থাকেন, সেখানে আরও দুটি রুম সাবলেট দেয়া আছে। ওই চিকিৎসকের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, সকাল এগারটার দিকে, ঘরে আগুন লাগার খবর পান। এ সময় সেখানে সাবিরার মরদেহ দেখতে পান তারা। ফ্লাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে তিনি একাই থাকতেন। বাকি দুটি কক্ষ সাবলেট ভাড়া দিয়েছিলেন।

তার এক ছেলে ও এক মেয়ে আছেন, তারা থাকেন গ্রিন রোডে তাদের নানীর বাসায়। তার স্বামী শামসুর আজাদ একটি সরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। থাকেন শান্তিনগরে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews