1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কালও বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
ছবিঃ সংগৃহীত

সারা দেশেই আজ সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে । আগামীকাল পর্যন্ত থাকবে। ঢাকার আকাশ সকাল ১১টা থেকেই মেঘে ছেয়ে যায়। নেমে আসে অন্ধকার। এরপর শুরু হয় বৃষ্টি, সঙ্গে মৃদু বাতাস। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ফলে গরমে মানুষের যে দুর্দশার সৃষ্টি হয়েছিলো তা লাঘব হবে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

গতকাল রোববার বিকেল থেকেই দেশে তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যা থেকেই ঢাকাসহ কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হয়। তবে গতরাতে একেবারেই বৃষ্টি হয়নি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে—কুড়িগ্রামের রাজারহাটে ৬১ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ও রংপুরে ৫২ মিলিমিটার। এ ছাড়া ঢাকা বিভাগের মধ্যে রাজধানীতে ২৫ মিলিমিটার, ফরিদপুরে ১৫ মিলিমিটার ও টাঙ্গাইলে বৃষ্টি হয় ২ মিলিমিটার। কিছুটা বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগেও।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আজ ও আগামীকাল থাকবে। এরপর আবার তাপমাত্রা বাড়বে। যদিও সেটা বেশি দিন থাকবে না। দেশে বাতাসের প্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকবে, হবে বৃষ্টিও।’ তীব্র দাবদাহের পর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের তাপমাত্রা মাঝে কমেছিল। এরপর আবার বেড়ে যায় সে তাপমাত্রা। আজ সকাল থেকে সারা দেশে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দেশের মানুষের মধ্যে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews