1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নতুন করে আরো ২ সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের সময়সীমা আরো ২ সপ্তাহ বাড়ানো হয়েছে। এরফলে আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকছে দুই দেশের স্থলসীমান্ত। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তখন দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের খবর পাওয়া গেলে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে দেশটিতে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল, তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারিন্টের শর্তে দেশে ফেরার সুযোগ দেয়া হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

ভারতের করোনার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য গেলো ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সকল ধরণের স্থল-সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিলো তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ করে দেয়া হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews