আগামী তিন দিন সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে এই পূর্বাভাস দেওয়া হয়।
এ ছাড়া আজ সকাল ৯টা থেকে আগামিকাল মঙ্গলবার (৩১ মে) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে দেশের উত্তরাংশে কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে সেটি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত শনিবার (২৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply