দেশে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ ২৯মে (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলর সব প্রস্তুতি আছে। কিন্তু করোনা সংক্রমণের হার পাঁচের নিচে না নামলে সম্ভব নয় বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এবারের ঈদযাত্রায় সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার পক্ষেই মত বেশি। তবে বিশ্ববিদ্যালয়ের বাকি থাকা পরীক্ষাগুলো নেয়ার বিষয়ে অনুমতি দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
Leave a Reply