টানা আট ম্যাচের ব্যর্থতায় লিটন দাসের জায়গায় একাদশে এসেছেন মোহাম্মদ নাঈম শেখ। শেষ ওয়ানডে ম্যাচের জন্য যোগ করা হয় বাঁহাতি এই ওপেনারকে। আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম তিনজনই হবেন তাই বাঁহাতি।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুর একাদশ থেকে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে পরিবর্তন ছিলো আরেকটি। সে ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর আঘাত লেগে মাঠ ছেড়ে যাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তার কনকাশন বদলি হিসেবে ওই ম্যাচে বোলিং করা তাসকিন আহমেদ আছেন এবার মূল একাদশেই।
বাংলাদেশ একাদশে আছেন: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে এই সিরিজের জন্য নতুনভাবে পথচলা শুরু করা শ্রীলঙ্কা একাদশে পরিবর্তন এনেছে চারটি। তাদের মধ্যে অভিষেক তিনজনের।
অফ স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস, দুই পেসার বিনুরা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে খেলছেন প্রথম ওয়ানডে। তিনজনই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন আগে। মেন্ডিস খেলেছেন দুই টেস্ট, করুনারত্নে একটি। ফার্নান্দো খেলেছেন দুটি টি-টোয়েন্টি। এছাড়াও একাদশে ফিরেছেন আগ্রাসী কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। তবে আগের ম্যাচ থেকে জায়গা হারিয়েছেন আশেন বান্দারা, ইসুরু উদানা, দাসুন শানাকা ও লাকশান সান্দাক্যান।
এদিকে শ্রীলঙ্কা একাদশে আছেন: কুসল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।
HyponatremiaSerum sodium decreases https://oscialipop.com – Cialis cialis generic reviews bayer levitra price Cialis Prezzi Tmnkqg https://oscialipop.com – cheap cialis online