1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে । করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে বিএনপি নেতার। বৃহস্পতিবার নয়াপলল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আগামী ২৯ মে বিকেলে থেকে শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে নানা কর্মসূচি। প্রথম দিন ২৯ মে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা দিয়ে শুরু হবে ১৫ দিনের কর্মসূচি। ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ, সকাল ১১টায় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটিরা জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ করবেন।

এরপর জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপরে ১ জুন স্বেচ্ছাসেবক দল, ২ জুন ছাত্রদল, ৩ জুন যুবদল, ৫ জুন মৎস্যজীবী দল, ৬ জুন শ্রমিক দল, ৭ জুন জাসাস, ৮ জুন তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা, ৪ জুন মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ৯ জুন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ জিয়ার উপর প্রকাশিত বই প্রদর্শনীর কর্মসূচি রয়েছে।

এছাড়াও খাদ্যবিতরণসহ ১২ জুন পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেনসহ আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews