1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াসে পরে ভেসে এলো মৃত হরিণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরসহ উপকূলীয় নদ-নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন ও প্লাবিত হয়েছে। ফলেবলেশ্বর নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত হরিণ।

খোজঁ নিয়ে জানা যায়, ৩৫/১ পোল্ডারের বেরিবাঁধের পাশে বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর এলাকার খান বাড়ীর সামনে আজ বুধবার বিকেলে স্থানীয় কিছু শিশুরা খেলা করছিল। এ সময় তারা নদী থেকে একটি হরিণ ভেসে যেতে দেখে পরে তা কিনারে তুলে আনেন। পরবর্তীতে দেখতে পান হরিণটি জীবিত নয় মৃত।

স্থানীয়রা জানান, ‘শিশুদের উদ্ধারকৃত হরিণনটি মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জোয়ারের পানি সুন্দরবনে ঢুকে পড়ার কারণে এই বাচ্চা হরিণটি কোনো কিনারা না পেয়ে মারা গেছে এবং পরবর্তীতে বলেশ্বর নদীর পানিতে ভেসে লোকালয়ের দিকে আসছে।’

উদ্ধারকৃত মৃত হরিণের ওজন প্রায় ১৮ থেকে ২০ কেজি। পূর্ব বনবিভাগের (ডিএফও) মুহম্মদ বেলায়েত হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই হরিণ মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি। একদল বনরক্ষী ওই এলাকায় ইতিমধ্যে পাঠিয়েছি। শরনখোলা রেঞ্জ এলাকায় হরিণের মৃতদেহটি মাটি চাপা দেওয়া হবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews