1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন

৩৩৩ তে কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে উল্টো জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের নাগবাড়ি এলাকার বৃদ্ধ ফরিদ আহমেদ অভাবের তাড়নায় ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা চান। তবে তিনি আর্থিকভাবে স্বচ্ছল, এমন ভুল তথ্য পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা শাস্তি বাবদ একশ’ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেন। অন্যথায় তাকে জেল জরিমানা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। নিজে দরিদ্র হয়েও প্রশাসনের চাপে পড়ে স্ত্রীর কিছু স্বর্ণালংকার বন্ধক রেখে অধিক সুদে অর্থ ঋণ নিয়ে প্রায় ষাট হাজার টাকা যোগাড় করে একশ’ দরিদ্র পরিবারের খাবারের ব্যবস্থা করেন ফরিদ আহমেদ।

শনিবার (২২ মে) সেই খাবারের প্যাকেট তার উপস্থিতিতেই সদর উপজেলার ইউএনও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিজ হাতে বিতরণ করেন। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচার হলে সমালোচনার ঝড় উঠে। রোববার সকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ক্ষতিগ্রস্ত ফরিদ উদ্দিনকে সেই টাকা ফেরত দিতে সদর ইউএনও’কে নির্দেশ দেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সেই আদেশ বাস্তবায়ন না হলেও স্থানীয় ব্যবসায়ী ও পঞ্চায়েত কমিটির সভাপতি শাহনূর মিয়া ব্যক্তিগত উদ্যোগে ফরিদ আহমেদকে ক্ষতিপূরণবাবদ ষাট হাজার টাকা পরিশোধ করেন।

এই ব্যবসায়ী জানান, প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে পরিবারটির দিকে খেয়াল রাখতে অনুরোধ করা হয়। তবে তিনি মানবিক কারণে নিজ উদ্যোগে এই সহায়তা দিয়েছেন। এই পরিবারটিকে প্রশাসনের সহায়তা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ব্যবসায়ী শাহনূর মিয়ার বাসায় ফরিদ আহমেদ ও তার স্ত্রী হিরন বেগমকে ডেকে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর রেখে ক্ষতিপূরণের টাকা তুলে দেন শাহনূর মিয়া। একই সঙ্গে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা ফরিদ আহমেদের বাসায় গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলতেও চাপ দেন। এরপর থেকে অসংলগ্ন কথাবার্তাসহ মানসিক অস্বস্তিতে ভুগছিলেন ফরিদ আহমেদের পরিবার। যে কারণে ন্যায় অন্যায়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews