শ্রীলঙ্কা থেকে আসা বাংলাদেশে সফররত ক্রিকেট দলের দুই জন সদস্যের করোনা পজিটিভ হয়েছেন। ফলে ২জন খেলতে পারছেন না। তারা হলেন উদানা ও শিহান। শুধু তাই নয় বোলিং কোস সাবেক তারকা বোলার চামিন্ডা ভাসও করোনা পজিটিভ হয়েছেন। আজ দুপুর একটায় বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ান ডে শুরু হওয়ার কথা।
সূত্র জানিয়েছ, গতকাল রাতেই করোনা পরীক্ষায় পজিটিভ হন এ তিন জন। আজ আবার একটি পরীক্ষা করা হয়েছে। সেটির রিপোর্ট আসবে আজ রাতে। টিম হোটেলেই এই তিনজনকে আলাদা করে রাখা হয়েছে।
এদিকে, আজকের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কান দল হোটেল থেকে মাঠের উদ্দেশে রওনা দিয়েছে।
করোনা মহামারির কারণে জীবনযাত্রায় এখনো স্বাভাবিকতা ফেরেনি। দুপুরের পর ঢাকার তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রির আশপাশে। প্রচণ্ড দাবদহে অতিষ্ঠ জনজীবন। জ্যৈষ্ঠের এই দাবদহের মধ্যেই শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ কিছুটা স্বস্তি দিতে পারে বাংলাদেশকে। তবে কোচ রাসেল ডমিঙ্গোর কপালে ঘাম জমছে শুধু গরমের কারণেই নয়।
টানা ১০ ম্যাচে জয়ের দেখা না পাওয়া এবং শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের বিবর্ণ পরিসংখ্যান ডমিঙ্গোর সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। লংকানদের বিপক্ষে এখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। তবে তিন ম্যাচের এই সিরিজে ফেভারিট হিসাবেই আজ প্রথম ওয়ানডেতে নামছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের পর টানা দ্বিতীয় হোম সিরিজ দর্শকশূন্য মাঠে খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।
মিরপুরের উইকেটের চরিত্র বলছে এবার মন্থর উইকেটই হবে। স্টেডিয়ামের দুই নম্বর উইকেটে হবে প্রথম ম্যাচ। যেখানে কোনো ঘাস নেই। তবে স্পিনাররা যে আহামরি সুবিধা পাবেন এমনটাও না। সাকিব আল হাসান দলে ফেরায় টিম ম্যানেজমেন্টের কাজ কিছুটা সহজ হয়েছে। সাইফউদ্দিন থাকায় দুজন অলরাউন্ডার পাচ্ছে দল। ছন্দে থাকা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিনের সঙ্গে চোট সমস্যা না থাকলে সাইফউদ্দিন তৃতীয় পেসার হিসাবে খেলবেন। সাত নম্বরে ফিনিশার হিসাবে সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন। সেখানে সৌম্যর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। আবহাওয়ার পূর্বাভাসে আজ দুপুরের পর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
প্রথম ম্যাচের আগে শনিবার সবশেষ অনুশীলনে পেসারদেরই বেশি মোকাবিলা করেছেন প্রথম পাঁচ ব্যাটসম্যান। ইনডোরে সারিবদ্ধভাবে তামিম ইকবাল, লিটন দাস, সাকিব, মুশফিকুর রহিম টানা ব্যাটিং করেছেন। এরপর মোহাম্মদ মিঠুন, সৌম্য, শেখ মেহেদী হাসান নিজেদের ঝালিয়ে নেন। তবে সবচেয়ে বড় চিন্তা ফিল্ডিং নিয়ে। শেষ ১০ ম্যাচে জয় না পাওয়ার অন্যতম কারণ ক্যাচ মিস। শেষ সময়ের অনুশীলনেও ক্যাচ নিয়ে খুব বেশি আত্মবিশ্বসী দেখাল না ক্রিকেটারদের। অধিকাংশই ক্যাচ ফেলেছেন। সেখানে ভয় থাকছেই।
ওয়ানডেতে দুদল সব মিলিয়ে ৪৯ বার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের জয় মাত্র সাতটি। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বাকি সব ম্যাচ জিতেছে শ্রীলংকা। দুদলই নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের মধ্যে শেষ তিনটিতে হেরেছে, বাকি দুটিতে জয় পেয়েছে।
শ্রীলংকা তরুণ দল নিয়ে এলেও নিজেদের উপর বিশ্বাস রাখছে। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস ও হাসারাঙ্গা ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রেখেছেন। তারা এই সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে। অধিনায়ক কুশাল পেরেরা বলেন, ‘এখানে আমরা পরিপূর্ণতা আশা করতে পারি না। আমাদের বোলাররা নতুন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। ভুল থেকে শিখতে হবে।’
এদিকে আইসিসি সুপার লিগে ছয় ম্যাচে তিন জয়ে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। শ্রীলংকা তিন ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের চার রেটিং পয়েন্ট বাড়বে। অন্যদিকে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে পারলে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাবে শ্রীলংকা।
Leave a Reply