1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে স্বামীর রক্তাক্ত লাশ উদ্ধার স্ত্রীসহ নয়জন আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদপাড় এলাকায় নিজ বাসা থেকে মারুফ(৩২) নামে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত মারুফের স্ত্রী রিনা আক্তারসহ মোট নয়জনকে কে আটক করেছে পুলিশ।
শনিবার (২২শে মে) ভোরে কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে । নিহত মারুফ কাজীর পিতা মোঃ মাসুম কাজী, সে শুভাঢ্যা মসজিদ পাড়ার স্থানীয় বাসিন্দা। ধারণা করা হচ্ছে ঐদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ভারি কিছু দিয়ে জোরে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরেও এ হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে, নিহত মারুফ কাজী ও রিনা দম্পতির ঘরে একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে।

নিহত মারুফের স্ত্রী রিনা ( বামে) মারুফ (ডানে)

দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আইউব আলী জানান, মারুফের মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। নিহতের মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে ময়না তদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তে নিহতের স্ত্রীসহ নয়জনকে জিজ্ঞাসাবাদ করতে প্রাথমিক ভাবে থানায় ডাকা হয়েছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাবেনা, তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদঘাটিত হলে পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews