সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানার মামলায় জামিন শুনানি শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে কিছুখন আগে এই জামিনের শুনানি শুরু হয়
এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
প্রথম আলো জানায়, সোমবার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। কেড়ে নেয়া হয় মোবাইল ফোনও। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে, দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছু জানায়নি। পরে, সোমবার রাতেই শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রোজিনার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্য বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। যেসব নথি সরানোর অভিযোগ উঠেছে, সেগুলোতে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply