ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোর পৌনে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসচালক মো. হাসান (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাংনুরপুর গ্রামের বাসিন্দা। অপর দুই যাত্রী মো. ইমন (২৫) ও গোলাম মওলা শামীম (২৮)। এঘটনায় আহত মীম (২৫) নিহত শামীমের স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত শামীম ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। ভোররাতে মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুর্ঘটনার ঘটে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে সড়কের ওপরেই থেমে ছিল। ভোরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply