করোনা মহামারী রোধে কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হচ্ছে ১৬মে রোববার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সার্বিক অবস্থা বিবেচনায় বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিধি-নিষেধের বর্ধিত মেয়াদ বহাল থাকবে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা হবে।
তিনি বলেন, করোনা শনাক্তের হার কমার পর আবার বৃদ্ধি পাওয়ায় সরকার চিন্তিত। আগামী ২২ থেকে ২৬ মে পর্যন্ত এই হার আরও বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়া যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদের ঢাকায় ফেরা নিয়েও একটি সিদ্ধান্ত আসবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Leave a Reply