1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

ফেরিতে প্রচন্ড ভীড়ে প্রান গেলো ৬ জনের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

প্রচণ্ড ভিড়ে হুড়োহুড়িতে ফেরিতে করে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে ৬ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

আজ বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শাহ পরানে একজন ও এনায়েতপুরীতে পাঁচজন মারা যান।

সকাল পৌনে ১১টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নম্বর পন্টুনে নোঙর করার সাথে সাথে নামতে গিয়ে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন ।

এদিকে গতমধ্যরাত থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে জড়ো হতে থাকে যাত্রীরা। সকাল থেকে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়। যাত্রীদের এমন উপচে পরা ভিড় সামাল দিতে ১৫টি ফেরি চলাচল করলেও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এ অবস্থায় দুপুর থেকে বেসামাল যাত্রীর চাপ কমাতে দিতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল । ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট থেকে ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিচ্ছে পুলিশ ও বিজিবি সদস্যরা। এতে দীর্ঘ পথ হেঁটেই ঘাটে পৌঁছাচ্ছেন যাত্রীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews