করোনা মহামারীর চলমান লকডাউনের মধ্যে এবারের ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন। ঢাকার প্রবেশমুখসমূহে ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়টি সমন্বয় করে জনভোগান্তি লাঘবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে শনিবার সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় করোনা সংক্রমণ রোধে স্ব স্ব কর্মস্থলে থেকেই আসন্ন ঈদ উদযাপন করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
এদিকে গত কয়েক দিনে ফেরিঘাটে মানুষের ভীড় ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
বৃষ্টি শুরুর আগেই রাস্তা মেরামত ও চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, চলমান কাজ শেষ হওয়ার আগে নতুন কোন প্রকল্প হাতে না নেওয়ারও নির্দেশনা দেন। বিআরটিসি বাস সেবাকে আবারও লাভজনক করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেন মন্ত্রী।
Leave a Reply