আজ ৭ মে শুক্রবার পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন মুসুল্লীরা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়েছে । এসময় মোনাজাতে মাগফিরাত কামনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। চোঁখের পানি ফেলে ক্ষমা ও রহমত অর্জনের জন্য হাত তোলেন মহান আল্লাহর দরবারে।
পবিত্র রমজান মাসের শেষ জুমা। ইবাদতের মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ জুম্মাকে।
এজন্য নামাজ আদায় করতে হাজারো মুসল্লী আগেভাগেই উপস্থিত হন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
করোনাভাইরাসে সংক্রমণে ধুকছে পৃথিবী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। তাই হাত তুলেন মহান আল্লাহর দরবারে।
এ ছাড়া, ব্যক্তি ও পরিবারের জন্য কল্যাণ কামনার পাশাপাশি দেশ-জাতি এবং গোটা মুসলিম উম্মার মঙ্গল ও বিশ্বশান্তির কল্যাণে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লীরা।
এ দিনটি ঐতিহাসিক আল-কুদস দিবস হিসাবেও পরিচিত মুসলিম উম্মাহর কাছে। আর জুমাতুল বিদার মধ্য দিয়ে এক বছরের জন্য বিদায় জানানো হয় পবিত্র মাহে রমজানকে।
Leave a Reply