আইপিএল এ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জন্য ভীষণ অর্থকরি টুর্নামেন্ট। মাঝপথেই স্থগিত হয়ে যাওয়ায় ২ হাজার ৫০০ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৮৮১ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে বিসিসিআই। দ্য টেলিগ্রাফকে এ তথ্য জানিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী ।
সৌরভ গাঙ্গুলী বলেন, ‘অনেক কিছু বদলাতে হবে। আইপিএল স্থগিত করা হয়েছে মাত্র এক দিন হলো। আমাদের অন্য বোর্ডগুলোর সঙ্গে কথা বলতে হবে এবং দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ফাঁকা আছে কি না। অনেক কিছুই এর সঙ্গে জড়িত এবং ধীরে ধীরে আমরা সেগুলো নিয়ে কাজ করব। যদি আইপিএল আয়োজন করতে না পারি, তাহলে প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি (৩৪ কোটি ডলার) হারাব। এটাও প্রাথমিক হিসাব।’
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল আর্থিক ক্ষতির প্রসঙ্গে রয়টার্সকে বলেছিলেন, ‘আনুমানিক দুই হাজার কোটি রুপি হারাতে পারি আমরা। ডলারে অঙ্কটির মূল্যমান প্রায় ২৭ কোটি ডলার। নানা রকম চুক্তির বাধ্যবাধকতা থাকায় এখনো আমরা (লোকসানের) সঠিক অঙ্কটা হিসাব কষে বের করতে পারিনি।’
Leave a Reply