1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

নিজেদের টাকায় চলার নির্দেশ সরকারি সব সংস্থাকে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
প্রধান মন্ত্রী শেখ হাসিনা

 

দেশে বিটিসিএল ও বিমানের মতো সরকারি সব সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সংস্থাগুলোকে নিজেদের টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এক ভিডিও  কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
এসময় বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, বিটিসিএল সরকারি তহবিল থেকে ৯৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেছিল।

বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চান, বিটিসিএল তো একটি কোম্পানি, তারাতো নিজেরা টাকা আয় করে। তাহলে তারা নিজেরা টাকা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না কেন? এটাতো করা উচিত।

এসময় তখন উপস্থিত (বিটিসিএলের) প্রতিনিধি বলেন, তারা নানা কারণে পারছেন না। তারা চেষ্টা করছেন… ইত্যাদি ইত্যাদি। সেই সুবাদে তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, ‘না এটা দীর্ঘদিন আর চলবে না, সম্ভব নয়। আপনারা তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেন’।

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা। তাই অর্থনৈতিক অঞ্চলগুলোতে আধুনিক ও উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে প্রকল্প হাতে নেয়া হয়েছে।

২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিটিসিএল। প্রকল্প বাস্তবায়নে ৯৫ কোটি টাকাই ব্যয় করবে সরকার। মঙ্গলবার একনেক সভায় অনুমোদন দেয়া হয় প্রকল্পটির।তবে, একনেক সভায় নিজেরা আয় করে এমন সব সরকারি সংস্থাকে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরে সভায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ ১১ হাজার ৯০১ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews