সারা ভারত জুড়ে করোনা ভাইরাস মরন কামড় বসিয়েছে । সেখানে চলছে আইপিএল। এই মুহুর্তে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে বিশেষ বিবেচনায় দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রাণালয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার (৩ মে) সময় নিউজকে এমনটাই নিশ্চিত করেছেন অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
ভারতে প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। ভারতে জীবন যখন সাধারণ মানুষের চরম সংকটে। তখনআইপিএলে আসর দেখে মনে হয় কিছুই হয়নি ভারতের। এ নিয়ে সমালোচনার ঝড়। অদৃশ্য ভাইরাস হানা দিয়েছে আইপিএলের দলগুলো মাঝে। তাও আবার সাকিব খেলছেন যে দল কলকাতায়। তবে, আশ্বাস্ত হবার খবর হলো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছেন নিরাপদে। সু-খর কাটার মাস্টার মুস্তাফিজও ভালো আছেন।
পুরো ভারতে করোনার করুন অবস্থায় এক সপ্তাহ হলো। বর্ডার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ঐ দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ নিষেধ। আসলেও ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টি বাধ্যতামূলক। তবে, আইপিএলে সাকিব-মুস্তাফিজ দু’জনেই ছিলেন বায়ো বাবলে। সরকারের কাছে বিসিবি আবেদন করেছেন এই ক্রিকেটার দেশে ফিরলে যেন কোয়ারেন্টি না করতে হয়। বিসিবি’র আবেদনে অবশ্য এখনো কিছু জানায়নি সরকার।
Leave a Reply