দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করবে তৃণমূল। জয়ের পর সদ্য জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসার আগে সোমবার (০৩ মে) বিকেলে কালিঘাটে সংবাদ সম্মেলন এসব কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা নিজ আসন নন্দীগ্রামে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একসংবাদ সম্মেলনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন। নতুনকরে ভোট পুনর্গণনার নির্দেশ না দিতে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।
ভারতের করোনা মোকাবিলাকেই তৃণমূল সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা।
এই মুহুর্তে চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা দেয়ার আহ্বান জানান তিনি।
মমতা বলেন, ‘আমাদের এখানে যে ৬৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে। ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের প্রয়োজনে আমরা টিকা কিনে নেব।
আগামী বুধবার (৫ মে) আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয়ী বিধায়করাও শপথ নেবেন। তবে করোনা মহামারির কারণে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করবে তৃণমূল। জয়ের পর সদ্য জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসার আগে সোমবার (০৩ মে) বিকেলে কালিঘাটে সংবাদ সম্মেলন এসব কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা নিজ আসন নন্দীগ্রামে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একসংবাদ সম্মেলনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন। নতুনকরে ভোট পুনর্গণনার নির্দেশ না দিতে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।
ভারতের করোনা মোকাবিলাকেই তৃণমূল সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা।
এই মুহুর্তে চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা দেয়ার আহ্বান জানান তিনি।
মমতা বলেন, ‘আমাদের এখানে যে ৬৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে। ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের প্রয়োজনে আমরা টিকা কিনে নেব।
আগামী বুধবার (৫ মে) আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয়ী বিধায়করাও শপথ নেবেন। তবে করোনা মহামারির কারণে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
Leave a Reply