করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষে চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত । তবে ৬ ই মে থেকে মহানগরীতে চলবে বাস, বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ। এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্য বিধি নিয়ম মেনে চলাচল করতে হবে গাড়িতে। শপিং মলে থাকবে করাকরি নজরদারি। এ সময় দেশে বিপণিবিতান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া সর্বত্র মাস্ক ব্যবহার না করলে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা।
Leave a Reply