1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

কেরানীগঞ্জের তারানগর এলাকার বেলতলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বেলতলী গ্রাম থেকে জহিরুল ইসলাম জহির (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১মে) সকালে ওই গ্রামের একটি পুঁইশাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটির সুরতহাল রিপোর্ট শেষে মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরন করেন।

স্থানীয়দের তথ্য মতে নিহত জহিরুল তারানগর এলাকার ইটখোলা গ্রামের শাহজাহান মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে মাদকাসক্ত ছিল।

আরো জানা গেছে, নিহত যুবক গত ৩০ এপ্রিল শুক্রবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে সোর্স হিসেবে কাজ করছিলো। স্থানীয় লোকদের ধরণা এই কারণেই কয়েক এলাকার মাদকাসক্ত ও মাদক কারবারিরা মিলে তাকে হত্যা করে থাকতে পারে।

এ বিষয় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে সকাল ১০ টার দিকে বটতলীর একটি পুঁই শাকের ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করি। এব্যাপারে একটি হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ড বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews