করোনা মহামারি প্রতিরোধে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। জাতিসংঘের ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি। এর পরিমিত ব্যবহার নিশ্চিত করতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন। জাতিসংঘ সাধারণ সভায় অনুষ্ঠিত হলো এন্টিবায়োটিক প্রতিরোধ সংক্রান্ত সংলাপ। এতে গণভবন থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে করোনা মহামারির ভয়াবহতা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, মহামারিসহ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। এসময় অ্যান্টিবায়োটিকের কারণে স্বাস্থ্যঝুঁকি তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর অ্যান্টিবায়োটিকের প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের মাধ্যমে একে সহজলভ্য করার আহ্বান জানান। অ্যান্টিবায়োটিক নিয়ে বিশ্বব্যাপী সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
Leave a Reply