ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৭ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব।
র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ এপ্রিল বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জ মডেল থানাধীন বিভিন্নস্থানে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে মাসুম বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, আল আমিন সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা, তিতাস বেকারীকে এক লাখ টাকা, সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টস্ কে এক লাখ টাকা করে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব-১০ আরো জানায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
Leave a Reply