বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য রাত সাড়ে ৯টার সময় তার গুলশানের বাসবভন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পজেটিভ হলেও তেমন কোন উপসর্গ নেই বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ও তিনি ভালো আছেন। গত ১৪ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো খালেদা জিয়াকে। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। এর আগে গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যানসহ আরো কয়েকটি পরীক্ষা করাতে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষাগুলো শেষে রাতেই গুলশানের বাসায় ফিরে আসবেন তিনি।
Leave a Reply