1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

আফ্রিকান ভ্যারিয়েন্টে দেশে প্রবেশ করলে পরিস্থিতি হবে ভয়াবহ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

মহামরী করোনা ভাইরাসে পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।বর্তমানে বাংলাদেশে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি। এসময় প্রতিবেশী দেশ ভারতের মানুষ করোনার ডাবল ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে। ভারতের এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন,প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে দেশে প্রবেশ না করতে পারে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের জন্য জরুরী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews