পুরাণ ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে ৬ তলা ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লাগে।
৬তলা ভবনের নিচ তলায় ছিলো কেমিক্যালের গোডাউন। বাকি উপরের তলায় ছিলো সাধারন মানুষের বসবাস। প্রায় ১৮ থেকে ২০টি পরিবার বসবাস করতো এই ভবনে। খবরপেয়ে মোট ১৯টি ইউনিট কাজ করে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজলুর রশিদ ও ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন আগুনের ঘটনায় ২১জন গুরুতরভাবে পুড়ে গেলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।এছাড়া আগুন নেভাতে গিয়ে ৪ ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে।
Leave a Reply