করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বের ৮০ ভাগ দেশে নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরামর্শ দিয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ট্রাভেল গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, মহামারি ভ্রমণকারীদের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের ২০০টি দেশের মধ্যে ৩৪টি দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করতে নির্দেশনা ছিল। তবে নতুন করে ৮০ ভাগ দেশ নিয়ে নির্দেশনা এল।
মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ লাখের বেশি মানুষের শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে। ভ্রমণ ঝুঁকির তালিকায় নতুন করে কোন কোন দেশ যুক্ত হবে তার বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কয়েক দিনের মধ্যই প্রত্যেক দেশ নিয়ে এই নির্দেশনা প্রকাশ করা হবে।
fantastic writing grateful for writing ?