1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

লিচুগাছে আম ধরেছে, এক পলক দেখতে ছুটছে মানুষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

 

মোস্তাকিমা তাহা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
লিচুগাছে আম ধরেছে, এক পলক দেখতে ছুটছে মানুষ ঠাকুরগাঁও সদরের আবদুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে। লিচুগাছে আম ধরেছে! এ খবর ছড়িয়ে পড়লে মানুষ ওই বাড়িতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গাছের মালিক আব্দুর রহমান (মটকি)। লিচুগাছটি বাড়িতে লাগানো। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সঙ্গে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর চারদিকে এ সংবাদ ছড়িয়ে পড়ে।

লিচুগাছে আম ধরার খবরে ছুটে আসা মোকারক আলী বলেন, ‘এই প্রথম হামরা শুনলাম যে লিচু গাছত আম ধরে। এটা নিচের চোখে দেখলাম। প্রথমে আমি বিশ্বাস করিনি। এখন দেখে বিশ্বাস করলাম। এটা আসলে অকল্পনীয়।’

এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) হাসান আলী বলেন, ‘প্রথম গাছের মালিক বিষয়টি যখন আমাদের বলেন তখন আমরা বিশ্বাস করিনি। বরং উল্টা তাকে গালি দিছি, পাগল বলছি। পরে তার বাড়ি যাই। গিয়ে দেখি ঘটনাটি সত্যি। আমরা এলাকার মানুষতো অবাক!’

গাছের মালিক আব্দুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে বসতবাড়িতে লিচুগাছের চারাটি রোপণ করি। পরিচর্যার তিন বছরের মাথায় ফল আসে। তবে এবার আশানুরূপ মুকুল এসেছে। এরই মধ্যে মুকুল থেকে লিচু ফল বড় হতে থাকে। গাছ পরিচর্যা করতে গিয়ে চোখে পরে লিচুর সঙ্গে একই ডালে একটি আমও হয়েছে। এ যেন আল্লাহর এক নিয়ামত।’

জানতে চাইলে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনে গাছটি দেখতেও গিয়েছিলাম। আমি প্রথমে মনে করছি হয়তো লিচুগাছে কলম করে আমগাছের চারা রোপণ করেছে। কিন্তু তা নয়। আব্দুর রহমানের কথা শুনে এলাকার দু-একজন ব্যক্তি তা দেখতে গিয়ে অবাক হন। সত্যিই লিচুগাছে লিচু ফলনের সঙ্গে তরতাজা আম ঝুলছে। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। তবে পুরো গাছে একটি আমই ধরেছে। এর বেশি চোখে পড়েনি।’

এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পড়েনি।#

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews