অমিত সূত্রধর, সাভার-আশুলিয়া প্রতিনিধিঃ সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্বাস্থ্য সেবা ও করোনা পরীক্ষা-টীকা কার্যক্রম অব্যাহত।আজ সোমবার বেলা ১১টার দিকে সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় রোগিদের ঊপচে পড়া ভিড়।
এসময় সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃমোঃসায়েমুল হুদা জানান,সাভার ঊপজেলায় মাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। জনসংখ্যা রয়েছে ২০লাখের অধিক। আবার চলছে করোনা মহামারি। আমাদের এখানে কর্তব্যরত চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে জনগনের সেবা দিয়ে যাচ্ছেন। যেহেতু এখন করোনা ২য় আঘাত চলছে তাই আমরা করোনা পরীক্ষা কার্যক্রম ও টীকা কার্যক্রমের জন্য ২টি স্থান নিধারন করেছি। করোনা টেষ্টের জন্য সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও টীকা কার্যক্রমের জন্য সাভার অধর চন্দ্র ঊচ্চ বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা হচ্ছে। এতে করে আগত রোগিরা চিকিৎসা নিতে এসে যেন করোনা আক্রান্ত না হয়। এ পর্যন্ত ১ডোজ ৪০০০০টীকা দেয়া হয়েছে এবং ২য় ডোজ ৯৪৭০ জন গ্রহণ করেছেন।তিনি সাধারণ জনগনের ঊদ্দেশ্যে আরো একটি বার্তা দেন, আপনারা জরুরী দরকার ব্যতীত ঘর থেকে বের হবেন না। অবশ্যই মাক্স ব্যবহার করবেন ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন।
Leave a Reply