1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল

সাভারে ম্যান ফর ম্যান ফোর্সের জীবন বাজি রেখে মানুষের সেবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অমিত সূূত্রধর, সাভার-আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারে ম্যান ফর ম্যান ফোর্স নামক সংগঠনটি জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। গতবছর যখন বাংলাদেশে করোনা মহামারি আসে তখন থেকে দৃড় মনোবল নিয়ে একাগ্র চিওে কাজ করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।

লকডাউনের সময়  সংগঠনের সদস্যরা সাভার সহ আশপাশের এলাকায় মাইকিং করে জনগনকে সচেতন করেছেন। মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানে  বিনামূল্যে বিতরন করেছেন। শুধু তাই নয়, করোনা পজেটিভ  রোগীদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ শেষকৃত্য করেছেন সংগঠনটির সদস্যরা। এক আলাপনে, ম্যান ফর ম্যান ফোর্স এর মহাপরিচালক মো. রাজিবুল ইসলাম আমাদের জানান, করোনা মহামারির শুরুতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগী  হয়ে করোনার নমুনা সংগ্রহ করেছি। সাভার উপজেলা করোনা নিমূল কমিটি থেকে আমাদের কাজের অনুমতি পেয়েছি করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন/সৎকার করার।

আমাদের সংগঠনটি মানবতার সেবায় নিয়োজিত। অথচ করোনায় কারো মৃত্যু হলে পরিবার-পরিজন লাশকে অবহেলা করে। লাশটির শেষকৃত্য নিয়ে দেখা দেয় সংশয়। তাই আমি সহ সংগঠনের সকল সদস্যরা সিদ্ধান্ত নেই, আমরা করোনা আক্রান্তে মৃত ব্যাক্তির লাশ গোসল ও দাফন এর ব্যবস্থা করবো। যতদিন পর্যন্ত এ মহামারি আমাদের সুস্থ পৃথিবী থেকে না যায়। শুধু তাই নয়, অসহায় ও পরিচয় হীন লাশও আমরা দাফন করি। গত বছর থেকে এ পর্যন্ত মোট ৬২জন পুরুষ-মহিলা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল,দাফন করেছি। এর মাঝে সনাতন ধর্মাবলি ৪জন ও খ্রিস্টান ধর্মাবলি ৪ জন।#

আপনি সংবাদটি শেয়ার করুন

2 responses to “সাভারে ম্যান ফর ম্যান ফোর্সের জীবন বাজি রেখে মানুষের সেবা”

  1. মো. রাজিবুল ইসলাম says:

    আলহামদুলিল্লাহ! সবার দোয়া, ভালোবাসা, উৎসাহ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে সবার শুভ কামনা করছি।

  2. Mrinal Kanti Goswami says:

    সকলের ভালোবাসা, উৎসাহ ও সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই। ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ICT পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews