ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল এলাকায় পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় হেফাজত কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এএস আই বোরহান ও এসআই নাজমুল। এছাড়া আরো ১জন পথচারী আহত হয়। আহত পথচারীর নাম রাজিব হোসেন।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে জিনজিরা ইউনিয়নের মান্দাইল জামিয়াতুল মাদ্রাসা ও তার আশেপাশে থেকে প্রায় শতাধিক হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বেড় করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় ঘটনাস্থল থেকে মামুন নামের এক হেফাজত কর্মীকে আটক করে। সে মান্দাইল এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বলেন, হেফাজতের হামলার আশংকায় আগে থেকেই কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। আজ জোহরের নাম শেষে মান্দাইল মাদ্রাসা থেকে হেফাজত কর্মীরা মিছিল নিয়ে বেড় হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ করে হামলা করে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়। এসময় পুলিশ ১ হেফাজত কর্মীকে আটক করতে সক্ষম হয়। বাকিদের চিহৃিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply