ঢাকার দোহারে প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
চাঁদা দাবি করে না পেয়ে এখন জমি দখলের পায়তার করছে। এমনকি প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মো. ফারুক দোহার উপজেলার বটিয়া গ্রামের মো. গুঞ্জর খানের ছেলে। এলাকায় বায়না সূত্রে জমি ক্রয় করেন। এতে স্থানীয় এক যুবলীগ নেতা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তার পরিবারকে প্রান নাশের হুমকি দেয়।
এ বিষয়ে প্রবাসী ফারুকের মা কুলছুম বেগম জানান, তার ছেলে কানাডায় থাকে। তাদের নিজ গ্রাম বটিয়া এলাকায় বাড়ি করার জন্য জনৈক ব্যক্তির কাছ থেকে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর জমি বায়নানামা চুক্তি করেন। জমি বায়না করার পর স্থানীয় এক যুবলীগ নেতার লোকজন চাঁদা দাবী করে। চাঁদা না দিলে প্রান নাশের হুমকি দেয়। ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে ফারুকের মা দেড় লাখ টাকা দিয়ে সমস্যা সমাধানের চেস্টা করেন।
তিনি আরও জানান, ওই যুবলীগ নেতা ও তার দলবল নিয়ে পুন:রায় ৫ লাখ টাকা দাবী করে। টাকা দিতে না পারায় বসত বাড়ি ভাংচুর করে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও প্রভাবশালী নেতার কারণে কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান প্রবাসী ফারুকের মা কুলছুম বেগম।
Leave a Reply