প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। সংক্রমণের আতঙ্ক নিয়ে দিন কাটছে প্রায় বিশ্বের প্রতিটি মানুষের। এর মধ্যেই নতুন করে দেখা দিয়েছে আরো এক জটিলতা।
কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তি চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর ফের আক্রান্ত হচ্ছেন ভাইরাসটিতে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এমন ৯১ জন রোগী পাওয়া গেছে। যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় ফের তাদের নমুনা পরীক্ষা করলে তাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ সুস্থ হওয়ার পর ফের করোনায় আক্রান্ত হয়েছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এক বিবৃতিতে জানায়, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের নমুনা পরীক্ষার রিপোর্ট ফের কীভাবে পজিটিভ আসলো তা খতিয়ে দেখবেন তারা। সংস্থাটির বিশেষজ্ঞরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন।
বিবৃতিতে আরো বলা হয়, করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা যেনো সঠিক প্রক্রিয়া মেনেই করা হয় সেটি খেয়াল রাখতে হবে। যারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে, তাদের ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বার করোনা পরীক্ষা করতে হবে। দুটি পরীক্ষার রিপোর্টেই যদি নেগেটিভ আসে তাহলেই তাদের হাসপাতাল থেকে ছাড়া যাবে।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঠিক কী কারণে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা ফের করোনা আক্রান্ত হলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ‘এপিডেমিয়োলজিকাল’ অনুসন্ধান চলছে।
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন মোট ১৭ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজারের বেশি।
এস.এম. সজল/ব্যতিক্রম নিউজ
Leave a Reply