দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগসহ সকল অধস্তন আদালতে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় সকর্কতা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় তিন দফায় ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং অধস্তন সকল আদালত আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। পাশাপাশি আগামী ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিন সাধারণ ছুটির সঙ্গে সংযুক্ত থাকবে।
দেশে এখন পর্যন্ত মোট ৪৮২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এস.এম. সজল/ব্যতিক্রম নিউজ
Leave a Reply