1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

পাঁচ হাজার মানুষের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন শচীন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

অদৃশ্য ভাইরাস করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ অচল। ভারতেও বেশ নাজেহাল অবস্থা। পুরো দেশ অবরুদ্ধ। এমন এক পরিস্থিতিতে একে একে এগিয়ে আসছেন দেশটির ক্রীড়াব্যক্তিত্বরা। এ তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকারও। সাবেক এই ব্যাটসম্যান অনুদান দিয়েছিলেন ৫০ লাখ রূপি। এবার পাঁচ হাজার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন এই ব্যাটিং জিনিয়াস।

আপনালয়’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পাঁচ হাজার মানুষের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির মালিক।

মহৎ এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শচীনকে ধন্যবাদ জানিয়েছে আপনালয় সংস্থা ‘এমন সংকটের দিনে আপনালয়ের পাশে দাঁড়ানোয় শচীনকে ধন্যবাদ।’

এর আগে ৫৯ সেঞ্চুরির জন্য ৫৯ লাখ রূপি দান করেছিলেন সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। যারমধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন ২৪ লাখ রূপি।

এছাড়া ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে অনুদান দিয়েছন ৫০ লাখ রূপি। এছাড়া হরভজন সিং তার নিজ এলাকা জালান্দারে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন।

ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews