ব্যতিক্রম নিউজ:মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব পোশাক কারখানা বন্ধের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সকল পোশাক কারখানা।
আজ শুক্রবার এক যৌথ ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান যৌথ ঘোষণায় বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। তাই সেই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধ থাকবে।
এদিকে, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ১৬ এপ্রিল ও ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে ১৭, ১৮, ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি জরুরি পরিষেবা ছুটির আওতাভুক্ত নয়। এ ছাড়া কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল ছুটির বাইরে থাকবে।
ব্যতিক্রম নিউজ
Leave a Reply